১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব

coxs-bazar-rab-7-yaba-pic261016
র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের সদস্যরা শহরের কলাতলী হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে । ২৬ অক্টোবর বুধবার দুপুর ১১ টা ৪৫ মিনিটের সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় হোটেল লং বীচ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৮ শত ৬০ টাকাসহ মোঃ জাহাংগীর হোসেন (৩৫), পিতাঃ মৃত শফি হোসেন, গ্রামঃ করমতলা, থানাঃ সদর, জেলাঃ গাজীপুর ও শারমীন (২৫), স্বামীঃ রমজান শেখ @ সম্রাট, গ্রামঃ মানিক নগর পুকুর পাড়, থানাঃ মুগদা, জেলাঃ ঢাকা’ নামক দুই জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে।

র‌্যাব-৭,এর এডি সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৬ অক্টোবর বুধবার দুপুর ১১ টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-৭,কক্সবাজার ইউনিটের কোম্পানী কমান্ডার অধিনায়ক এএসপি মো:শরাফত ইসলামের নেতৃর্ত্বে একদল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় হোটেল লং বীচ এর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৮ শত ৬০ টাকাসহ ইয়াবা পাচারকারী মোঃ জাহাংগীর হোসেন ও শারমীনকে গ্রেফতার করে।

এব্যাপারে র‌্যাব বাদি হয়ে আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের র্পূবক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার মড়েল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।