২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার:

মাত্র ৭৯৯০টি ইয়াবা পাচার মামলায় মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ (৩৬) নামে রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২, ব্লক ডি-৪ এর মৃত আবদুল মোনাফের ছেলে। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুলতানুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরু রশিদ। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

এপিপি সুলতানুল আলম জানান, আসামি মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ কর্তৃক ৭৯৯০ টি ইয়াবা বিক্রয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সুত্র জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর উখিয়া টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে তল্লাশি চালিয়ে ৭৯৯০টি ইয়াবাসহ মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফকে আটক করে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়। যার নং-১৩। দুই বছর তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।