২৪ অক্টোবর, ২০২৫ | ৮ কার্তিক, ১৪৩২ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কউক চেয়ারম্যান এর সাথে কক্সবাজার চেম্বার পরিচালকদের মতবিনিময়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান কমোডর (অব.) মুহাম্মদ নুরুল আবছার এর সাথে কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালনা পরিষদের সদস্য সাথে সৌজন্য সাক্ষাৎকার এবং মতবিনিময় গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ২০২২  উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
শুরুতে নবাগত চেয়ারম্যানকে চেম্বার এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চলমান কার্যক্রম, নীল অর্থনীতির সম্ভাবনা, জলবায়ু সহিষ্ণু উন্নয়ন এবং  উন্নয়নের সাথে স্থানীয় অর্থনীতির যোগসূত্র স্থাপনের উপর বিশেষ আলোচনা করা হয়। চেম্বার এর পক্ষ থেকে  নীল অর্থনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সকল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সংশ্লিষ্ট তাদেও নিয়ে একটি সেমিনারের আয়োজনের প্রস্তাব চেয়ারম্যান সাদরে গ্রহণ করেন এবং আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে একটি সময় নির্ধারণ করার জন্য অনুরোধ করেন।
কউক চেয়ারম্যান বলেন উনি এই জনপদের সন্তান এ জেলার প্রতি উনার একটা সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা আছে। উনি আরও বলেন, সকল অংশীজনদের নিয়ে একটি পর্যটন বান্ধব উন্নত কক্সবাজার বিনির্মানে সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি প্রযোজন তার উপর কর্ম পরিকল্পনা গ্রহন করছেন।
মতবিনিময়ে অনুষ্ঠানে নেতৃত্ব দেন চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী। এসময় উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ প্রদান করেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সহ-সভাপতি  আবদুল খালেক, পরিচালনা পর্ষদ এর সদস্য উদয় শংকর পাল মিঠু, মেজবাহ উল্লাহ ভুট্টো, আবু হানিফ, এ আর এম শহিদুল ইসলাম রাসেল, রেজাউল করিম, আজমল হুদা, আবিদ আহসান সাগর ।


চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী  বলেন, নীল অর্থনীতি বা ব্লু -ইকোনমি একটি উদীয়মান বাণিজ্যের ক্ষেত্র এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এর ১৪ তম লক্ষমাত্রা। বঙ্গোপসাগরকে ঘিরে কক্সবাজার জাতীয় অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখতে পারে। প্রয়োজন সুষ্ঠু দিকনির্দেশনা আর সরকারের সহযোগিতা।
বিশ্বে ৮০ শতাংশ বানিজ্য সমদ্র নির্ভর। তাছাড়া বাণিজ্য পরিধি বিবেচনায় সমুদ্রের মাধ্যমে প্রতি বছর ১.৮ ট্রিলিয়ন ডলার বাণিজ্য সংঘটিত হয়ে থাকে। সারা বিশ্বে ৩৫০ মিলিয়ন কর্ম সৃজন মৎস্য আহরণের সাথে সম্পৃক্ত। কক্সবাজার উপকূলীয় অঞ্চলে প্রায় দশ হাজার জেলে সমুদ্র নির্ভর। তাদের আহরণ এবং সংরক্ষণ প্রক্রিয়াকে আরও যোগ উপযোগী করা প্রযোজন। তাছাড়া ব্লু -ইকোনমিকে ঘিরে কোস্টাল-ট্যুরিজম বা উপকূলীয় পর্যটন এর এক অপার সম্ভাবনাও রয়েছে কক্সবাজারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।