১ নভেম্বর, ২০২৫ | ১৬ কার্তিক, ১৪৩২ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক:

‘ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা—২০২৩’ বুধবার (০২ নভেম্বর) দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গ্রীণ রোডের মানহা’স ক্যাসেলের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মনন রেজা নীড় নগদ ২৫ হাজার টাকা ও ওয়ালটনের গিফট, রানার—আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ১৮ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী এবং তৃতীয় হওয়া ফিদে মাস্টার নাইম হক ১২ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার পান।

এছাড়া চতুর্থ হওয়া ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন ৮ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, পঞ্চম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৭ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, ষষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান ৬ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, সপ্তম স্বর্নাভো চৌধুরী ৫ হাজার ও ওয়ালটন সামগ্রী, অষ্টম ইকরামুল হক সিয়াম ৪ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী, নবম ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সাড়ে ৩ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী এবং দশম মো. জাভেদ সাড়ে ৩ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পান।

এর বাইরে একাদশতম হওয়া ফিদে মাস্টার মো. শরীফ হোসেন ও দ্বাদশ শফিক আহমেদ, রেটিং ক্যাটাগরিতে আব্দুল মোমিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, সিয়াম চৌধুরী, শাহীনুর হক, সাফায়েত কিবরিয়া আজান, মুস্তাকিম নাফি, উর্ধ্ব—৫০ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, সেরা মহিলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও অনূর্ধ্ব—১৪ ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকেও অর্থ পুরস্কার দেয়া হয়।

আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও আন্তর্জাতিক দাবা বিচারক শাহজাহান কবীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সাত রাউন্ড সুইস—লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয়।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার ছিল জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।