৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

এবার লোহাগাড়ায় ডেঙ্গু রোগের হানাঃ ৭ মাসের শিশু সিয়াম আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় সাত মাসের শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনস্হ প্রাইভেট হাসপাতাল লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়াম বিন ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ি এলাকার ওমর ফারুকে ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়ামের মা ফাতেমা বেগম বলেন, গত কয়েক ধরে সিয়ামের প্রচুর জ্বর হয়। গত বৃহস্পতিবার ডা: শাহ আলমকে দেখালে তিনি ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরিমর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন সে ভাল আছে বলেও জানা তিনি।
লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: সাকিব হাসান বলেন, সিয়ামের ডেঙ্গু রোগ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আতাউল করিম আরবি চিকিৎসার খোঁজ খবর নেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ বলেন, প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে হাসপাতালের একটি টিম রোগীর খোঁজ খবর নেন। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হল। লোহাগাড়ায় এটিই প্রথম ডেঙ্গু রোগী। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।