১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

এবার লোহাগাড়ায় ডেঙ্গু রোগের হানাঃ ৭ মাসের শিশু সিয়াম আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় সাত মাসের শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনস্হ প্রাইভেট হাসপাতাল লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়াম বিন ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ি এলাকার ওমর ফারুকে ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়ামের মা ফাতেমা বেগম বলেন, গত কয়েক ধরে সিয়ামের প্রচুর জ্বর হয়। গত বৃহস্পতিবার ডা: শাহ আলমকে দেখালে তিনি ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরিমর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন সে ভাল আছে বলেও জানা তিনি।
লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: সাকিব হাসান বলেন, সিয়ামের ডেঙ্গু রোগ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আতাউল করিম আরবি চিকিৎসার খোঁজ খবর নেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ বলেন, প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে হাসপাতালের একটি টিম রোগীর খোঁজ খবর নেন। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হল। লোহাগাড়ায় এটিই প্রথম ডেঙ্গু রোগী। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।