১৯ নভেম্বর, ২০২৫ | ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

এবার লোহাগাড়ায় ডেঙ্গু রোগের হানাঃ ৭ মাসের শিশু সিয়াম আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় সাত মাসের শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনস্হ প্রাইভেট হাসপাতাল লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়াম বিন ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ি এলাকার ওমর ফারুকে ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়ামের মা ফাতেমা বেগম বলেন, গত কয়েক ধরে সিয়ামের প্রচুর জ্বর হয়। গত বৃহস্পতিবার ডা: শাহ আলমকে দেখালে তিনি ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরিমর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন সে ভাল আছে বলেও জানা তিনি।
লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: সাকিব হাসান বলেন, সিয়ামের ডেঙ্গু রোগ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আতাউল করিম আরবি চিকিৎসার খোঁজ খবর নেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ বলেন, প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে হাসপাতালের একটি টিম রোগীর খোঁজ খবর নেন। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হল। লোহাগাড়ায় এটিই প্রথম ডেঙ্গু রোগী। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।