
কক্সবাজারের উখিয়ার বালুখালী বিজিবি সদস্যরা সীমান্ত কাটা পাহাড় এলাকায় টহলদানকালে পরিত্যাক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেন। বালুখালী বিজিবির নায়েব সুবেদার খন্দকার জহিরুল ইসলাম বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে নাশকতা ও ডাকাতি করার উদ্দেশ্যে কে বা কারা বালুখালী কাটাপাহাড়ে মাটির নিচে অস্ত্র গুলো পুঁেত রাখার গোপন সংবাদ পেয়ে বিজিবি রোববার রাতে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করেন। ঘটনাটি জোরালো ভাবে তদন্তে নেমেছেন সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা। পর দিন সকালে উখিয়া থানায় অস্ত্র ২টি হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, বিজিবির অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু হয়েছে। তবে এ মামলায় অনেককে সন্দেহ ভাজন হিসেবে দেখছে পুলিশ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।