
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার থেকে ডাকাত সন্দেহে ৪ যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ ইব্রাহীম ও স্থানীয় চৌকিদার গিয়াস উদ্দিন কুতুপালং বাজার এলাকায় খবর পেয়ে ডাকাত সন্দেহে ৪ যুবককে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। আটককৃতরা হলেন হলদিয়াপালং ইউনিয়নের গুরা মিয়া গ্যারেজ এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ কায়সার উদ্দিন (২৪), পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আলতাজ (২৫), রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকার ছৈয়দ আলমের ছেলে আনোয়ারা হোসেন (২৪) ও কুতুপালং শরণার্থী শিবিরের আব্দুস শুক্কুর (২৪)। আটক ডাকাতদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক নূরুল আমিন ও মনজুর আল হেলালীর বাড়ি ডাকাতির কথা স্বীকার করেছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান ৪ যুবকের আটকের কথা স্বীকার করেছে। এদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহীম বলেন, সম্প্রতি ডাকাতরা স্থানীয় বেশ কয়েকটি ডাকাতির কথা শুনেছি। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। ডাকাতির মালামাল বিক্রির সময় তাদেরকে হাতে-নাতে আটক করে থানায় সোপর্দ করি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।