১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগনেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

সংবাদদাতা:

উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগনেতা রাশেদুল ইসলাম সিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করেছে হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মরিচ্যা বাজারের স্থানীয় একটি হোটেলে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ জাহান সাজু।
এ সময় বক্তারা শেখ রাসেলকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিপ্রার্থী রাশেদুল ইসলাম সিকদার। এসময় বক্তব্য রাখেন,হলদিয়া পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দীন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালমান, তাসওয়া রহমান মাহির, ফয়সাল করিম জীমান,মোঃ সাইফুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রিদোয়ান হৃদয়, মোঃ মোবারক, মোঃইমরান, হৃদ্য, রিয়াদ, ইমন, ইয়াছিন, হানিফ, তারেক, ফয়েজ, মনসুর,শাহারিয়ার, আবু ছিদ্দিক, শাকিব ও শুক্কুর।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও দেশের অব্যাহত উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির জন্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।