২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

উখিয়ার মরিচ্যায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা গোয়ালিয়া পালং সড়কে এক অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওই সড়কের অন্ধকার স্থানে মোটরসাইকেল চালক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ছুরিকাহত ব্যক্তি জানিয়েছে তাকে উখিয়া উপজেলার ইনানী গ্রামের জনৈক আলাউদ্দিন মোটরসাইকেলে করে এনে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন এই ব্যক্তির এমন বক্তব্য ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ছুরিকাহত ব্যক্তির জবানবন্দি ভিডিও রেকর্ড হওয়ার পর তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নিহত ব্যক্তির বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। উখিয়া থানার সেকেন্ড অফিসার প্রভাত বড়ুয়া জানান, নিহত ব্যক্তিকে প্রাথমিকভাবে কোনো এনজিও কর্মী বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি তদন্তসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। পুলিশ হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।