১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ার পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা ইয়াবাসহ আটক

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা জিয়াউল হককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছে থাকা ৪ হাজার ইয়াবা ও একাধিক ব্যাংকের চেক বইও জব্দ করা হয়। সোমবার (২২ নভেম্বর) ভোররাত ১টার দিকে বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫’র সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী।

জিয়াউল হক বাপ্পী (৩৭) পালংখালী ইউনিয়ন পরিষদের বালুখালী বাজারস্থ পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

র্যাব কর্মকর্তা এএসপি মো. আবু সালাম চৌধুরী জানায়, পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে তার ২-৩জন সহযোগী পালিয়ে যায়। কিন্তু আটক হন জিয়াউল হক। জিজ্ঞাসাবাদে আটক জিয়াউল পলাতক সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছেন বলে স্বীকার করেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজি সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়াউল হককে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সাল হতে পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা হিসেবে কাজ করছে জিয়াউল হক বাপ্পী। তার মাদক সংশ্লিষ্টতা খুবই দু:খজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।