২২ নভেম্বর, ২০২৫ | ৭ অগ্রহায়ণ, ১৪৩২ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

উখিয়ায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত

ফারুক আহমদ, উখিয়াঃ তিন শতাধিক কিশোর-কিশোরীর উপস্থিতিতে উখিয়ার রাজাপালং আবুল কাশেম নুরজাহান উচ্চবিদ্যালয়”-এর হল রুমে গত সোমবার ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এনজিও সংস্হা ইপসা সমাবেশের আয়োজন করেন। মুলত যুব সমাজকে নারী নির্যাতনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধ উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগির কবির।

সমাবেশে অতিথিগন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টিসেক্টরাল সেবা সমূহের যথাযথ ব্যবহার ও আরও শক্তিশালী করনের মাধ্যমে সেবা নিশ্চিত করার লক্ষ্যে করনীয় বিষয়ে নিজেদের সুচিন্তিত মতামত প্রদান করেন।ইসপার আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ জসিমউদ্দিন ও ফিল্ড সমন্বয়ক রিয়াজুর রহমানের যৌথ পরিচালনায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া থানার উপ পরিদর্শক এবং উইমেন হেল্প ডেস্ক এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিম্পু বড়ুয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এডভোকেট শামীম ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাবুল আহমদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ ও সকল শিক্ষকবৃন্দ।

উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে নারীকে প্রতিবাদি মনোভাব গড়ে তুলতে হবে। তিনি নিজে এ কাজে ব্যক্তিগত, সামাজিক বা আইনগত প্রক্রিয়ায় সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন।

তিনি ইউএনএফপিএ , আইন ও শালিস কেন্দ্র ও ইপসাকে আন্তরিক ধন্যবাদ জানান এমন আয়োজন করবার জন্য। উল্লেখ্য যে সমাবেশে পূর্বনির্ধারিত বিষয়ের উপর রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। আগ্রহী প্রতিযোগীরা “নারী নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরীদের ভুমিকা” শিরোনামে তাদের লিখিত পত্র জমা দেন এবং প্রতিযোগীতার অংশগ্রহনকারী সকলের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিসংতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান এবং স্বাক্ষর ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।