১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় কলেজ ছাত্রকে চুরির অপবাদে রড ও বিদ্যুতের তারে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

মঙ্গলবার বেলা ১১ টায় কলাতলীস্থ মেরিন ড্রাইভ এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন, উখিয়া জালিয়াপালং এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)’।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে আড়াই টার দিকে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফ (১৯) কে একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপরি চুরির অপবাদে দুই ঘন্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে। এ ঘটনায় ২৭ মার্চ কলেজ ছাত্রের পিতা মোহাম্মদ আমিন বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদের সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভ‚ক্ত মাদক কারবারি বলে জানিয়েছেন র‌্যাব।

গ্রেপ্তার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উপ অধিনায়ক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।