কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অটোরিক্সা দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১০ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজার কৃষি ব্যাংক থেকে বয়স্ক ভাতা নিতে আসা বৃদ্ধ চৌফলদন্ডীর লালমিয়া (৭০) রাস্তার পাশে দাড়ালে বাজারমুখী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরপরই ঐ বৃদ্ধটির পায়ে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে অপরাপর বৃদ্ধরা তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বলে জানা যায়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত অটোরিক্সাটিকে আটক করা সম্ভব হয়নি।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।