
ইউনিয়ন পরিষদ নির্বাচন দীর্ঘমাস বাকী থাকলেও কিন্তু কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সম্প্রতি তাদের নিবাচনী মাঠ গোছাতে এখন থেকে ব্যস্ত সময় পার করছে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানা যায়, সদরের বহুল আলোচিত ইউনিয়ন হিসাবে সুপরিচিত ঈদগাঁও। এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশলে কিংবা অনুষ্ঠানসহ সভা-সমাবেশে গিয়ে তাদের পরিচিতি তুলে ধরছে বলে একাধিক লোকজন সূত্রে প্রকাশ। অন্যদিকে এসব সম্ভাব্য প্রার্থীদের শুভাকাঙ্খী, দলীয় কর্মী কিংবা এলাকায় এলাকায় গিয়ে নির্বাচনী মাঠ নিজেদের আয়ত্বে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে অনেক প্রার্থী ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডে জোরেসোরে কাজ চালিয়ে যাচ্ছে। আবার অনেক প্রার্থী নিরব রয়েছে। এদিকে সম্ভাব্য চেয়ারম্যানদের মধ্যে মাঠে তৎপর দেখা যাচ্ছে- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও তরুণ যুবনেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমু, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক ছৈয়দ আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা আবুতাহের চৌধুরীসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তাহের চৌধুরী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মাঠ পর্যায়ে লোকজনদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।