২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট করুন


৩০লক্ষ শহীদের রক্ত এবং ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আজ অনেক কষ্ট লাগে যাদের আমরা মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করি তাঁরাই আজ এসব মরণব্যধি ইয়াবা ও মাদকের সাথে জড়িত। আমরা এখন থেকে এসব ইয়াবা ও মাদক এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে সামাজিক ভাবে বয়কট করুন। না হয় এরা দিন দিন এই সভ্য সমাজকে কলুসিত করে তুলবে। সরকারের ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য স্থায়ী চকৌদার, দফাদার, নিয়োগ দিলেও তাঁদের কোন ভূমিকা নেই। বক্তারা এসময় প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনারা ইয়াবা সহ গডফাদারদের গ্রেফতার করুন। না হয় এ শত চেষ্টা করেও ইয়াবা, মাদক পাচার বন্ধ হবেনা। আর এখন দেখা যায় ইয়াবা আটক হলেও গডফাদাররা মোটা অংকের টাকা বিনিময়ে ছাড়া পেয়ে যাচ্ছে । একদিকে মাদক অপর দিকে রোহিঙ্গার কারণে উখিয়া-টেকনাফের আইনশৃংখলা পরিস্থিতি খুব খারাপ। এর থেকে পরিত্রাণ পেতে হলে আত্মনির্ভরশীল বাঙ্গালী জাতিকে এসবের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আসুন প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সেই সোনার বাংলা বাস্তবায়নে মাদক,ইয়াবা ও জঙ্গীবাদকে না বলে, এদের সব ক্ষেত্রে প্রতিহত করি। পাশাপাশি যারা দুরদুরান্ত থেকে কষ্ট করে কর্মসূচীতে অংশ গ্রহন করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রধান পৃষ্ঠপোষক শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, প্রতিরোধ কমিটির উখিয়া উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা আওয়ামীলীগ নেতা সোনালী, জেলা আওয়ামীলীগ নেত্রী নাজনিন সরওয়ার কাবেরি, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহামুদ চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, উপজেলা আওয়ামীলীগ নেতা যথাক্রমে গিয়াস উদ্দিন চৌধুরী, মাষ্টার শামসুল আলম ভুলু, মাষ্টার হামিদুল হক, মোঃ কালু, রাজা মিয়া মেম্বার, আবুল ফজল, আব্দুল গফুর মেম্বার, ইব্রাহিত আজাদ প্রমূখ। মানববন্ধন অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম বাবুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।