৪ জুন, ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৪ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম   ●  বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমপি জাফর আলম   ●  স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর   ●  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলেমাদের এগিয়ে আসতে হবে-এমপি জাফর   ●  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ ভূমিকা রাখবে   ●  আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা ও মুচলেকা আদায়   ●  পুকুরে ডুবে প্রাণ গেল শিশু তৌকির   ●  রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা   ●  শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার   ●  কক্সবাজারে রেডিও সৈকত এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ ইটভাটায়

SAM_0826

কক্সবাজার সদরের ইদগাঁওতে সামাজিক বনায়নের কাঠ যাচ্ছে ইটভাটায়। ইটভাটা মালিক, স মিল মালিক, কাঠপাচারকারী চক্র ও অসাধু বনকর্মকর্তাগন সিন্ডিকেট করে সামাজিক বনায়ন সহ অন্যান্য বনভুমি উজাড় করে চলছে। এসব যেন দেখার কেউ নেই। জানা যায়, সামাজিক বনায়নের কাঠ রাখার জন্য বনবিভাগ থেকে কাঠডিপোর অনুমোদন নিয়ে কাঠ জমা করে সময়-সুযোগ বুঝে সরবরাহ করা হচ্ছে ইটভাটায় । এ কারবার চলছে বৃহত্তর ইদগাঁওর ৮টি ইটভাটায়। জালালাবাদ ইউনিয়নে দুইটি, ইসলামাবাদে দুইটি, চৌফলদন্ডীতে একটি  ও ইদগাঁও ইউনিয়নের তিনটি ইটভাটায় রাতদিন নির্বিচারে কাঠ পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের কাঠ ষ্টক করার নামে কাঠডিপোর অনুমোদন নেয়া হয়েছে বিভিন্ন স্থানে। এসব কাঠ রাতের আধাঁরে সারবরাহ করা হচ্ছে ইটভাটায়। সাধারনতঃ শেষরাতে  দ্রুতগামী ডাম্পার- পিকআপ দিয়ে এসব কাঠ পরিবহন করা হয়। গাড়ী থেকে আনলোড করে ত্রিপল দিয়ে ঢেকে রাখে ও  ভাটায় জ্বালানি হিসাবে ব্যাবহার করে । প্রতিবছর নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত একনাগাড়ে কাঠ পোড়ানো হচ্ছে এসব ইটভাটায়। এভাবে একনাগাড়ে কাঠ পুড়ানো ও বনউজাড়ের ফলে অত্র এলাকার পাহাড় জঙ্গল এখন বিরানভূমিতে পরিনত হয়েছে। কক্সবাজার (উত্তর) বিভাগীয় বনকর্মকর্তা শাহ-ই আলম বলেন, কেবল মাত্র সামাজিক বনায়নের কাঠ মজুদ করার জন্য ডিপো অনোমোদন দেয়া হয়েছে। কিন্ত কোনপ্রকার কাঠ ইটভাটায় পোড়ানো সম্পূর্ন বে আইনি। বনবিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদরের যৌথ উদ্দ্যোগে শ্রীঘ্রই এসব ইটভাটায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।