১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

আর্ন্তজাতিক নদী সম্মেলনে অংশ নিতে ১২ দিনের সফরে যাচ্ছেন সাংবাদিক আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

সারা বিশ্বে নদী অববাহিকার টেকসই ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক নদী সম্মেলন ২০২২ এ অংশগ্রহণ করতে ১২ দিনের সফরে যাচ্ছেন পর্যটন ব্যবসায়ী সাংবাদিক আব্দুর রহমান। সোমবার (১ আগষ্ট) দিবাগত রাত ১টার ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন।

আর্ন্তজাতিক পরিবেশ সংস্থা গেøাবাল এনভায়রনমেন্ট সেন্টার (জিইসি) এ সম্মেলন আয়োজন করেছেন। উক্ত নদী সম্মেলনে বিভিন্ন দেশ থেকে পরিবেশ অ্যাক্টিভিস্ট, সিএসও, নদী ব্যবস্থাপক, নীতির বিকাশকারী, বিজ্ঞানী, পরামর্শদাতা, ছাত্র, এনজিও, আদিবাসী এবং স¤প্রদায় প্রতিষ্ঠান, এবং ব্যবসা এবং শিল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

গেøাবাল এনভায়রনমেন্ট সেন্টার (জিইসি) সম্মেলন শেষে তিনিও অন্যান্যদের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নদীসমূহ পরিদর্শন করবেন। সম্মেলন ও ৩ দেশের নদী পরিদর্শন শেষে আগামী ১২ আগষ্ট তিনি দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ১২ দিন সফর শেষে সুস্থদেহে দেশে ফিরতে তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

দীর্ঘদিন ধরে আব্দুর রহমান সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগড়া সমিতির সহ সভাপতি, বৃহত্তর বীচ ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বীচ পার্ক মার্কেট দোকান মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারি ও কক্সবাজার জেলা সভাপতি বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, চেয়ারম্যান দি গ্র্যান্ড সেন্ডি, ব্যবস্থাপনা পরিচালক হোটেল ওশান ফ্রেন্ড, ব্যবস্থপনা সম্পাদক দৈনিক সাগরদেশ ও কক্সবাজার জেলা প্রতিনিধি দৈনিক আনন্দবাজার পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।