
আবেগের সাথে বাস্তবের সমন্বয় নেই
আবেগের সঙ্গে বর্তমানের মিল নেই
আবেগের সাথে চলার কোন ছন্দ নেই
আবেগের সঙ্গে কোন কিছুরই যেন তুলনা নেই!
আবেগ বড় অদ্ভুত একটি বিষয়
কখনো হাসায় কখনো কাঁদায়
কখনো সুখের সাগরে ভাসায়
কখনো দুঃখের সাথে ঢেউ খেলে।
আবেগের বশবতী হয়ে কেউ সম্মান খোয়াই
আবেগের বশবতী হয়ে কেউবা সংসার হারায়
আবেগে পরে ভুল পথে কেউবা সবস্ব হারায়
কেউবা আবার নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ায়।
আবেগ ভালো তবে অবশ্যই বেশী নয়
তাহলেই অনেক ভুল ভ্রান্তি থেকে রক্ষা হয়
আবেগে পড়ে ভুল পথে ভুল কাজ করে
নিজের আত্নীয় স্বজনের সম্মান হানী করে।
ইদানীং ছেলেমেয়েদের এমন আবেগ দেখা যায়
অপ্রাপ্ত বয়সেই প্রেমের সম্পর্কে জড়ায়ে যায়
ছেলেমেয়ে উভয়েই মিষ্টি কথা বলে কেউ ফাদেঁ পড়ে
প্রায়শই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে।
নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রিত রাখতে হবে
তবেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যাওয়া যাবে
অন্যথায় কত শত ভুল নিজের অজ্ঞাতেই
তোমার জন্য ভয়াবহ বিপদ বয়ে নিয়ে আসতে পারে।
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।