৫ জানুয়ারি, ২০২৬ | ২১ পৌষ, ১৪৩২ | ১৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

অভিনয়ের রাজ্যে এগিয়ে চলেছেন কাজল সুবর্ণ

মডেলিং দিয়ে ২০১৬ সালে শোবিজে যাত্রা শুরু করেন কাজল সুবর্ণ। ইউরো জিরা পানির বিজ্ঞাপনে নিলয়ের বিপরীতে, ফিজআপের বিজ্ঞাপনে মাহফুজ আহমেদের বিপরীতে মডেল হন। এমন আরও বেশকিছু বিজ্ঞাপনেই দেখা মিলেছে তার। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও মিডিয়াতে আগমনের বছরই নাটকে অভিনয় করারও সুযোগ মিলে যায়।

২০১৬ সালের ডিসেম্বরে দীপ্ত টেলিভিশনের আলোচিত ধারাবাহিক ‘অপরাজিতা’য় অভিনয় করে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে চলেছেন। নিজেকে ভেঙে গড়ে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে।

দেখতে দেখতে দুইটি বছর গড়ালো। এখন ২০১৯ সাল। একটি ভালো মানের সিঙ্গেল নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরটা শুরু হলো বলে জানালেন কাজল সুবর্ণ। সম্প্রতি হাসান রেজাউলের পরিচালনায় ‘ভালোবাসা, আমি এসেছিলাম’ শিরোনামের এক নাটকে অভিনয় করেছেন। এখানে কাজলের বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা জোভান।

কাজল সুবর্ণ বলেন, ‘হাসান রেজাউল ভাইয়ের নাটকে অভিনয় করে অনেক ভালো লেগেছে। উনার নাটকে ফিল্মি একটা ব্যাপার থাকে।

হাসান ভাই নিজেও ভালো লিখেন। এ নাটকটিতে জোভান ভাই অনেক সহযোগিতা করেছেন। আমরা সুন্দর একটি নাটকে কাজ করেছি। এ নাটকে দেখা যাবে, জোভান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়। এরপর তাকে পরীক্ষা করার জন্য আমি একটা নাটক সাজাই। এভাবেই এগিয়ে যায় গল্পটি।’

বর্তমানে সকাল আহমেদের ‘শান্তিপুরের অসান্তি’, শ্রাবনী ফেরদৌসীর ‘ন্যাশন ফার্স্ট’ ও আল হাজেন পরিচালিত একটি, মোট তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। কয়েক দিন পরেই ভালোবাসা দিবসের ২টি নাটকের শুটিং করবেন কাজল। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে তার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।