১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের রামু উপজেলার ৯ নং খুনিয়া পালং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ধেছুঁয়া পালং এলাকার মৃত বশির আহাম্মেদের ছেলে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ নোমানকে (১৬) অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে উখিয়ার মরিচ্যা স্টেশন থেকে অপহরণের শিকার হয় নোমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়া নোমান বাড়ি না ফেরায় তার সহপাঠী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও সন্ধান পাওয়া যায়নি তার।

পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তাকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

সর্বশেষ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার টিএনটি কলেজের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা। নোমানের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন ও দেখা যায়। পরে জানাজানি হলে নিখোঁজ হওয়া শিক্ষার্থী নোমানকে শনাক্ত করে তার পরিবারকে জানায় তারা।

পরে তার পরিবার নোমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া উখিয়া স্পেশালাইজড হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

অপহরণের শিকার ভুক্তভোগী নোমান জনিয়েছে, শনিবার বেলা ১১ টার সময় স্কুলের কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে মরিচ্যা বাজার থেকে অপরিচিত ৩ জন লোক মুখ চেপে ধরে নিয়ে যায় তাকে। পরে বেধড়ক মারধর করে জোরপূর্বক চেতনানাশক ওষুধ সেবন করিয়ে অপহরণ করে। বর্তমানে নোমান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় সে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, এ বিষয়ে কোনো তথ্য পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।