২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র

মোহাম্মদ সোহেল সিকদার রানাঃ

কক্সবাজারের রামু উপজেলার ৯ নং খুনিয়া পালং ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ধেছুঁয়া পালং এলাকার মৃত বশির আহাম্মেদের ছেলে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ নোমানকে (১৬) অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে উখিয়ার মরিচ্যা স্টেশন থেকে অপহরণের শিকার হয় নোমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়া নোমান বাড়ি না ফেরায় তার সহপাঠী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও সন্ধান পাওয়া যায়নি তার।

পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তাকে স্কুল থেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

সর্বশেষ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার টিএনটি কলেজের পাশে নোমানকে পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়রা। নোমানের শরীরে আঘাতের ক্ষতচিহ্ন ও দেখা যায়। পরে জানাজানি হলে নিখোঁজ হওয়া শিক্ষার্থী নোমানকে শনাক্ত করে তার পরিবারকে জানায় তারা।

পরে তার পরিবার নোমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে উখিয়া উখিয়া স্পেশালাইজড হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

অপহরণের শিকার ভুক্তভোগী নোমান জনিয়েছে, শনিবার বেলা ১১ টার সময় স্কুলের কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে মরিচ্যা বাজার থেকে অপরিচিত ৩ জন লোক মুখ চেপে ধরে নিয়ে যায় তাকে। পরে বেধড়ক মারধর করে জোরপূর্বক চেতনানাশক ওষুধ সেবন করিয়ে অপহরণ করে। বর্তমানে নোমান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় সে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, এ বিষয়ে কোনো তথ্য পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।