বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটিকে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে উদযাপন করবে সংগঠনের রামু উপজেলা শাখা। কর্মসূচীর মধ্যে রামু বাইপাসস্থ যুবলীগ কার্যালায়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, বিকাল ৫ টায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলার সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহন করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।