২১ ডিসেম্বর, ২০২৫ | ৬ পৌষ, ১৪৩২ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

২২ মার্চ সাংবাদিকদের কর্মসূচি যে কোনও মূল্যে সফল করা হবে

অবিলম্বে নবম ওয়েজবোর্ডের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ২২ মার্চ পূর্ব ঘোষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে সাংবাদিকদের কর্মসূচি যে কোনও মূল্যে সফল করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা এ ঘোষণা দেন।

অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সাগর রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘আমাদের বেশি কিছু চাওয়ার নেই আমরা সাধারণভাবে বেঁচে থাকতে চাই। যার জন্য প্রয়োজন নির্দিষ্ট বেতন কাঠামো।’ এই দাবিতে ২২ মার্চ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব সাংবাদিকেরকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২১ মার্চ সাগর-রুনী হত্যার বিচারে আদালতে যে প্রতিবেদন দেওয়া হবে সেই প্রতিবেদনে যদি কোনও প্রকার ছলছাতুরি করা হয় তাহলে সব সাংবাদিক সমাজ আবার রাস্তায় নেমে আসবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ বলেন, যে কোনও ২২ মার্চের কর্মসূচি মিছিল সফল করা হবে।

তথ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা না করলে কোনোভাবেই আপনি আপনার চেয়ার রক্ষা করতে পারবেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।