৪ নভেম্বর, ২০২৫ | ১৯ কার্তিক, ১৪৩২ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫০জন অভিবাসিকে জিজ্ঞাসাবাদ শেষ: ২ রোহিঙ্গা দালাল সনাক্ত: স্বজনদের অপেক্ষা

unnamed_83687_83845

মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০জন অভিবাসিকে সারাদিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কক্সবাজার সাংস্কৃতি কেন্দ্রে রাখা এসব অভিবাসিদের জিজ্ঞাসাবাদ শেষে ২জনকে রোহিঙ্গা দালাল হিসাবে সনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে হামিদ হোসেন (৩২) নামের এক মানবপাচারকারী দালালের নাম বললেও অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

অন্যদিকে আজ বিকাল থেকে পুলিশের হেফাজতে থাকা এসব অভিবাসিদের আতœীয়-স্বজনরা কক্সবাজার সাংস্কৃতি কেন্দ্রের সামনে অপেক্ষা করছে। দুর-দুরান্ত থেকে এসব স্বজনরা আসলেও তাদের সাথে কথা বলতে দিচ্ছে না পুলিশ। এমনকি এ পর্যন্ত কোন সংবাদকর্মীদের সাথেও কথা বলতে দেননি এসব অভিবাসিদের। অবশ্য, পুলিশ বলছে তদন্তের স্বার্থে তাদের আপাতত নিরাপদ হেফাজতে রয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, পুলিশের হেফাজতে থাকা এসব অভিবাসিদের ব্যাপক জিজ্ঞাবাদ করে যাচাই-বাচাই করা হয়েছে। এর মধ্যে সনাক্ত হওয়া হামিদ হোসেনকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বাকিদের মধ্যে আরেও দালাল আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ৮জুন সোমবার বেলা ১১টায় বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধিদল ২০০ অভিবাসিদের মধ্যে ১৫০জনকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে কক্সবাজার জেলার ২৯, নরসিংদীর ৫৬, ঝিনাইদহের ১২, টাঙ্গাইলের ৩, চট্টগ্রামের ৮, চুয়াডাঙ্গার ৪, নারায়ণগঞ্জের ৪, ব্রাহ্মণবাড়িয়ার ৬, বান্দরবানের ৯, কুমিল্লার ১, চাঁদপুরের ১, রাজবাড়ীর ২, যশোরের ২, পাবনার ৫, বাগেরহাটের ৪, হবিগঞ্জের ১ ও নাটোরের ১ জন অভিবাসি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।