২১ ডিসেম্বর, ২০২৫ | ৬ পৌষ, ১৪৩২ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

হ্নীলায় আদম ব্যাপারীর প্রতারনা : ভুক্ত-ভোগীদের মাথায় হাত

images
হজ্ব ও ওমরা ভিসায় সৌদী আরবে পাঠার নাম করে বিভিন্ন লোক থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে হ্নীলার এক প্রতারক। এতে ভুক্ত ভোগীরা মাথায় হাত দিয়েছে।
জানা যায় , টেকনাফ উপজেলাধীন হ্নীলা পানখালীর জনৈক আবছার নিজেকে আদম ব্যাবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সৌদী আরব পাঠানোর নাম করে বিভিন্নজন থেকে মোটা অংকের টাকা ও পাসপোর্ট গ্রহন করে।এরপর বিভিন্ন তালবাহানায় সময় ক্ষেপন করে এক পর্যায়ে আত্মগোপন করে। উখিয়া উপজেলার নিদানিয়া এলাকার মোহাম্মদ নাভিল জানান, ওমরা ভিসায় সৌদী আরব পাঠানোর নাম করে উক্ত আবছার পাসপোর্ট ও টাকা নেয়। কিন্তু ৪/৫ মাস গত হলেও এখনো সৌদী আরব পাঠানো অথবা টাকা ও পাসপোর্ট ফেরত দেয়নি সে । সোনার পাড়ার মাহবুব ও জুহেব জানান, উক্ত আবছার আরও অনেকের সাথে এরকম প্রতারনা করেছে। ভুক্তভোগী রফিক বলেন , বিভিন্ন জনের থেকে টাকা হাতিয়ে নিয়ে আবছার এখন স্বপরিবারে ঢাকায় আত্মগোপন করেছে। উপরোক্ত ব্যাপারে অভিযুক্ত আবছার নিজেকে ট্রাভেল এজেন্টার মালিক দাবী করে বলেন, সব পাসপোর্ট ভিসা প্রসেসিং এ আছে ও পর্যায়ক্রমে সবাইকে ফ্লাইট দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।