
তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বেশকিছু জনপ্রিয় নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন অল্প সময়ে।পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।এবার বান্নাহ নর স্যুপ নামের একটি বিজ্ঞাপন চিত্রে প্রথমবারের মতো চিত্রনায়ক আরিফিন শুভ সঙ্গে কাজ করছেন তিনি।এতে আরিফিন শুভকে দেখা গেছে সুপারহিরোর লুকে। এটি নির্মিত হয়েছে লাফিং এলিফ্যান্ট পোডাশনের ব্যানারে।বিজ্ঞাপনটিতে দেখা আরিফিন শুভ রান্না করে স্যুপ বানিয়ে ক্ষুধার্ত বান্নাহ’কে খাওয়াচ্ছেন।বিজ্ঞাপনটি প্রচারে পরপরই দারুণ সাড়া ফেলেছে দর্শক মহলে।এতে শুভ ও বান্নাহ অভিনয়ের প্রশংসা করেছেন তাদের ভক্ত-অনুরাগীর।
বিজ্ঞাপনটি অভিনয় প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, ‘ বিজ্ঞাপনটির কনসেপ্ট এবং বিগ অ্যারেঞ্জমেন্ট শোনার পর বেশ ভালো লাগলো। আর নির্মাতা ফাহাদ চাইছিল আমি যেন তার একটা কাজ করি।তাই কাজটি করেছি।সম্প্রতি প্রচারে এসেছে বিজ্ঞাপনটি। এরপর থেকেই সবাই বিজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে আমার ও শুভ ভাইয়ের কাজের প্রশংসা করছেন।এই কাজটি করে আমি নিজেও তৃপ্তি পেয়েছি। আশা করি আগামীতেও আরো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব।
এদিকে, বান্নাহ দীর্ঘদিন পর নির্মাণ করছেন নতুন একটি ধারাবাহিক নাটক নাম ‘স্টুপিডস’।ইতিমধ্যে ১৫ টি পর্বের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাণের পাশাপাশি রচনা করছেন বান্নাহ নিজেই।প্রোডাকশনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদ উল হাসান।
আকবর হায়দার মুন্নার প্রযোজনায় এই ধারাবাহিক নাটকটি ২৯ জানুয়ারি থেকে ‘বিগ বি’ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।