২০ ডিসেম্বর, ২০২৫ | ৫ পৌষ, ১৪৩২ | ২৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

স্বাধীনতার ৪৫ বছর পর বিদ্যুৎ পেল থানছি


স্বাধীনতার ৪৫ বছর পর বান্দরবানে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে মিয়ানমার সীমান্তবর্তী থানছি উপজেলা। বিদ্যুতের বাতি আলো ছড়িয়েছে বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়ের আশপাশের পাহাড়ী গ্রামগুলোও।

বিদ্যুৎ থানছি উপজেলাবাসীর আত্মসামাজিক উন্নয়নসহ সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানাগেছে, বান্দরবানের ছয়টি উপজেলায় বিদ্যুৎ থাকলেও ৪৫ বছর ধরে বিদ্যুৎ বিহীন অন্ধকারে ছিল থানছি উপজেলা। দূর্গম, যোগাযোগ বিচ্ছিন্ন এবং ব্যয়বহুল হওয়ায় এতদিন বিদ্যুৎ পৌঁছায়নি থানছিতে। যে কারণে পর্যটন সম্ভাবনাময় থানছি উপজেলা আরো অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে। তবে এবার বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়ে উঠবে থানছি উপজেলাবাসীও। আলো জ্বলবে চিম্বুক পাহাড়ের পাহাড়ী পল্লীগুলোতেও।

প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে থানছি বিদ্যুতায়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। চিম্বুক পাহাড়ের ওয়াই জংশন এলাকা থেকে থানছি উপজেলা শহর পর্যন্ত দুটি উপকেন্দ্র’সহ বিভিন্ন পর্যায়ে মোট ৮০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি চিম্বুকে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্ধোধন করেছিলেন। আজ বুধবার ১ মার্চ দুপুরে ঢাকা বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের থানছি বিদ্যুতায়ন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়ে শিক্ষা ক্ষেত্রে বড় সাফল্য আসবে থানছিতে। বিদ্যুতের অভাবে বন্ধ থাকা ছাত্রছাত্রীদের মাল্টিমিডিয়া, কম্পিউটার ক্লাস এবং থানছি স্বাস্থ্য কমপ্লেক্সে অকার্যকর অবস্থায় পড়ে যন্ত্রপাতিগুলো চালু হবে। গড়ে উঠবে এ অঞ্চলে ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানাও। বিদ্যুৎ এর অজুহাত দেখিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা থানছিতে নিয়মিত থাকতো না। আশা করছি তারাও ঠিকমতো অফিস করবেন এবং জনগণ সরকারি সেবাগুলো পাবেন।

বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক উজ্জল বড়ুয়া বলেন, বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের আওতায় চিম্বুকের ওয়াই জংশনে একটি উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। আর সেখান থেকে থানছি পর্যন্ত বিদ্যুৎ সুবিধা পৌঁছাতে থানছি বিদ্যুতায়ন প্রকল্প নামে নতুন আরো একটি প্রকল্পের আওতায় প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ সঞ্চালন লাইন টেনে থানছিতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় চিম্বুক পাহাড়, নীলগিরি, বলিপাড়া ইউনিয়ন এবং থানছি উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।