২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

নিজস্ব প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।

আজ ২৬ মার্চ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সকলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এতোদিন বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তেমন কোন ব্যবস্থা ছিলো না। তাই বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেই জাতির পিতার প্রতিকৃতিটি স্থাপন করা হয়। স্বাধীনতা দিবসে বিদ্যালয় প্রাঙ্গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে।

তিনি আরো জানান, এ বছর বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার এর আদলে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছো। জেলার কোথাও কোন বিদ্যালয়ে এ ধরনের শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নেই।

এ বিষয়ে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় জেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয় যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হয়েছে। এ প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর প্রতি জানার আগ্রহ ও শ্রদ্ধা দুটাই বৃদ্ধি পাবে। জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা উচিত বলে মনে করেন তিনি।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন একটি চমৎকার উদ্যোগ। এ ধরনের উদ্যোগকে আরো বেশি উৎসাহিত করা দরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।