১ আগস্ট, ২০২৫ | ১৭ শ্রাবণ, ১৪৩২ | ৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সোনালী দিন গড়ার যাত্রায় চতুর্থ বর্ষে পদার্পন

fsfsf
একাত্তরের ৭ মার্চ। এর এই দিনে একটি কন্ঠস্বরের শিহরনী বক্তব্যে পুরো বাঙ্গালী জাতি এক হয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, নিজস্ব পতাকা, মানচিত্রের জন্য। সেদিন জাতির পিতার আহবান ছিলো একটি বাংলাদেশের। আর বাংলাদেশ অর্জন করে সোনালী দিনের প্রত্যাশা করেন তিনি। বঙ্গবন্ধুর স্বর্ণালী বাংলাদেশ আর স্বপ্ন বাস্তবায়নের পথের দিশা হতে ২০১২ সনের ৭ মার্চ কক্সবাজার থেকে যাত্রা শুরু শুরু করে দৈনিক আজকের কক্সবাজার। সেই শ্লোগানই ‘সোনালী দিন গড়ার প্রত্যয়ে  প্রথম প্রকাশনা শুরু নবীণ প্রবীণের সমন্বয়ে একঝাঁক সংবাদ কর্মী দিয়ে। প্রতিবন্ধকতা থাকবে জানতো দৈনিক আজকের কক্সবাজার। কোন বাঁধা, কোন সীমাবদ্ধতা বন্ধুর পথ হতে পারেনি দৈনিক আজকের কক্সবাজারের বস্তুনিষ্ট ও সাহসী সাংবাদিকতার কাছে। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে এই পত্রিকা তিন বছর সময় অতিক্রম করেছে। শনিবার বর্ণিল বর্ণ্যাঢ্যতায় আজকের কক্সবাজার তৃতীয় বর্ষ উৎসব পালন করেছে। সন্ধ্যা ৭টা ৭মিানট আর সাত সেকেন্ডে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন কেক কেটে ব্যাতিক্রমধর্মী তৃতীয় বর্ষ ও চতুর্থ বছরে পদার্পণ উৎসবের সূচনা করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আলী হোসেন বলেন, দৈনিক আজকের কক্সবাজার জাতীয় স্বার্থ রক্ষায় সুদৃড় থাকবে। অসংগতির কথা যেমন বস্তনিষ্টতায় উঠে আসবে পাশাপাশি সফলতার কথাও  তুলে আনতে হবে অনুপ্রেরণার জন্য। তবে সংবাদের আদর্শ হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বেষ্টিত। দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও মফস্বল সম্পাদক আহসান সুমন এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাঁন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তাফা চৌধুরী, সহকারী পুলিশ সুপার চাউলাউ মারমা, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক এড. আয়াছুর রহমান, প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, দৈনিক ইনানীর সম্পাদক ইফতেখার উদ্দিন চেীধুরী, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম, ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল হক সোহেল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।