কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) সরকারের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে পরিবেশবাদিরা।
গতকাল শনিবার ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউ’র সিবিসিবি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দিনব্যাপী জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপে বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেন।
সংলাপে কক্সবাজারের পক্ষে জেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন গণমাধ্যম ও পরিবেশকর্মী রাশেদুল মজিদ। তিনি বলেন, সম্প্রতি সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইসিএ এলাকায় সরকার রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ । কলাতলী পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ৮০ ফুট প্রস্তের রাস্তা নির্মাণ করা হলে বালিয়াড়ি আর থাকবে না। এই বিষয়টি সংলাপে তুলে ধরলে পরিবেশবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
একই সাথে কক্সবাজার উত্তরণ আবাসিক এলাকা, ৫১ একর সহ জেলাব্যাপী পাহাড় কাটা, চকরিয়া উকূলীয় প্যারাবন (সুন্দরবন) নিধন, অবৈধ ইটভাটা, সেন্টমার্টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে বেলার পক্ষে উচ্চ আদালতের মামলার রায় বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ করা হয়।
জাতীয় সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া বরিশাল বিভাগের পক্ষে বক্তব্য রাখেন রান’র নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, চট্টগ্রাম বিভাগের পক্ষে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার ওলিউর রহমান, পার্বত্য চট্টগ্রামের পক্ষে পার্বত্য চট্টগ্রাম বনভুমি অধিকার আন্দোলনের বান্দরবান সেন্টারের সভাপতি জোয়ান রিয়াম আমলাই, ঢাকা বিভাগের পক্ষে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. শামসুল হক, সিলেটের পক্ষে সিলেট জজ আদালতের আইনজীবী এমদাদ উল্লাহ শহিদুল ইসলাম, খুলনা বিভাগের পক্ষে যশোর ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মতলব সর্দার, রাজশাহী বিভাগের পক্ষে স্বপ্ন বগুড়ার নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক আ.ন.ম ওয়াহিদ, টাঙ্গাইলের পক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কক্সবাজারের পক্ষে গণমাধ্যম ও পরিবেশকর্মী রাশেদুল মজিদ। এই সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ১০০ জন ডেলিগেট অংশ নেয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।