পেকুয়ায় ট্রাক চালককে রাস্তায় সিজদা করানোর ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক তৌহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তৌহিদকে বরখাস্ত করা হয়েছে। এখন চলছে বিভাগীয় মামলার প্রস্তুতি।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।
পুলিশ সুপার বলেন, কাশেম একজন ট্রাক চালক হলেও তার আসল পরিচয় মানুষ। তার সাথে এসআই তৌহিদ যা করেছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।