
বার্তা পরিবেশক::বর্তমান সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে আইনের শিক্ষার্থীরা। কারন আজকে যারা আইন নিয়ে পড়ালেখা করছেন তারাই একদিন বিচারক, আইনজীবী হয়ে সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করবে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সেমিস্টার প্রোগাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নায়েম আলিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিস্টার প্রোগামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল হামিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় পরিসরে শিক্ষা সমাজ ও রাষ্ট্রজীবনে ভূমিকা রাখবে। আর আইন বিভাগের শিক্ষার্থীরা সমাজের নানা অসঙ্গতি দুর করতে কাজ করবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে বৃহৎ পরিসরে নানা অভিজ্ঞতা আহরন করে তা কাজে লাগাতে হবে। তাহলেই নিজেকে রাষ্ট্রের স্বার্থে নিজেকে কাজে লাগাতে পারবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজেম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. বেলাল নুর আজিজি, আইন বিভাগের শিক্ষক রাজিদুর রহমান, আমিরুল ইসলাম, মাইসুমা সুলতানা।
আরো উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের শিক্ষক মিথিলা আফরিন, ফিন্যান্স ডিরেক্টর আবদুস সবুর, সহকারী রেজিস্ট্রার কুতুব উদ্দিন,
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আইন বিভাগের ১ম ব্যাচের ছাত্র আতিকুল ইসলাম, ৬ষ্ঠ ব্যাচের ছাত্রী জান্নাতুল আরেফিন বাধঁন, আনিকা তাসনিম, ৭ম ব্যাচের ছাত্র কামরুল হাসান মিনার।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।