সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে ঐ বাড়িটিকে সন্দেহজনক তালিকায় এনে ঘিরে রেখেছে প্রচুর পুলিশ। পাঁচতলা ঐবাড়িতে ইতোমধ্যে গ্রেনেড বিষ্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শিববাড়ী এলাকায় এখানে বাড়িটি রয়েছে সে এলাকায় সাধারণ জানগণ কম বসবাস করেন।
অভিযানের বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড় একটি অপারেশন হবে জানিয়ে বলেন এই মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না। তবে পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ‘সোয়াত’ এলেই অভিযান চালানো হবে। সাধারণ মানুষের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।