২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

মোঃ সোহেল সিকদার রানাঃ

দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হক চৌধুরী (আদন) এবং ২১তম ব্যাচের শিক্ষার্থী কাজী সাদিয়া আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মাহাফুজুর রহমান খান। এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরিফ হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক গোলাম মওলা। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৭তম ব্যাচের শিক্ষার্থী রায়হান উদ্দীন, মোহাম্মদ মহিন ও মোহাম্মদ রফিক। তারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৮তম ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত জীবনে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ডিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি তার বক্তব্যে বলেন, “আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার, মানবাধিকার ও নৈতিকতার প্রশ্নে
আপসহীন থাকতে হবে। দেশ ও সমাজ গঠনে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক
মলয় সরকার, চেয়ারম্যান, BHTM বিভাগ।
তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণ ও আত্মনিয়োগের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে
গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের লেকচারার রায়হাতুল গীর কসবা, নাজিয়া আক্তার, তাসমিন আক্তার, মাহমুদুল হাসান (সাব্বির)।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। আনন্দঘন পরিবেশ, আবেগঘন মুহূর্ত ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।