৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

সালাহউদ্দিনকে ফেরত দেয়ার দাবীতে জেলা মহিলা দলের মিছিলে পুলিশের বাধা

Cox Mohila dal 15.03.15-4.psd
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ফেরত দেয়ার দাবীতে কক্সবাজারে জেলা মহিলা দলের আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ রবিবার দুপুর ২টায় জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার বকুলের নেতৃত্বে প্রায় অর্ধশত মহিলার অংশগ্রহণে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে থানা রাস্তার মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয় মহিলা দলের কর্মীরা। এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়ে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান নাছিমা আকতার বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে এই অবৈধ সরকার কক্সবাজারবাসীর হৃদয়ে আগুণ জ্বালিয়ে দিয়েছে। এই আগুণে পুড়ে বর্তমান অবৈধ সরকার খুব শীঘ্রই জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।
তিনি সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে বলেন, অন্যথায় সরকার বিরোধী আন্দোলন সারাদেশে দাবানলের মত ছড়িয়ে দেয়া হবে।
তিনি সালাহউদ্দিন আহমদকে একজন সফল জাতীয় নেতা আখ্যায়িত করে বলেন, সরকার এখন আগুণ নিয়ে খেলছে। সেই আগুণে তারাই ছারখার হয়ে যাবে।
শহর যুবদলের সহ-সভাপতি দোলন ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও চকরিয়া পৌরসভার কাউন্সিলর রাশেদা বেগম, যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝিনু, সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, চকরিয়া পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক খালেছা বেগম, জেলা মহিলা দল নেত্রী সোমা আকতার, হাসনা খান, নাজমা সোলতানা রুমা, খুরশিদা বেগম, রোকেয়া বেগম, ফাতেমা বেগম ও রুববান বেগম প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।