৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে কক্সবাজারে বর্ষবরণ

সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সৈকত নগরী কক্সবাজারে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন করা হচ্ছে। নবীন-প্রবীণ সবাই সার্বজনীন এ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছেন।

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বরে শতায়ু পরিষদ ও পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা পরিবেশন করেন বাংলা নববর্ষকে বরণের সংগীত। শতায়ু পরিষদের এ আয়োজন উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

এরপর সকাল সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেন। এসময় বিদেশি পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এছাড়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন পান্তা ভাত ও মোরগ লড়ায়ের আয়োজন করে। একই সঙ্গে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।