১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

সাতকানিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রায়হান সিকদার, লোহাগাড়াঃ কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা ,স্থানীয় জনগণের দোর গোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা ২০ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী ‍অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প দেশের ১০৮০ টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে কাজ করছে। উক্ত প্রকল্প সাতকানিয়া উপজেলায় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় ১২ টি ইউনিয়ন বাস্তবায়ন হচ্ছে। গ্রাম আদালত প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর উজ্জল কুমার দাশ চৌধুরী, জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঁঞা। কর্মশালার সভাপতি বলেন, গ্রাম আদালত আইন অনুসারে নারী ও শিশুর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় নারী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে যেহেতু আইনে বলা হয়েছে সেহেতু উক্ত মামলায় অবশ্যই নারী প্রতিনিধি মনোনয়ন করা বাধ্যতামূলক। অন্যথায় আদালত পরিচালনা ত্রুটিপূর্ণ হবে। উক্ত বিষয়ে নারী প্রতিনিধিদের এবং চেয়ারম্যানদের সচেতন হতে হবে। উক্ত কর্মশালায় সাতকানিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের ২৮ জন মহিলা ইউ.পি সদস্য অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।