২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

সাগরে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছে জেলেরা

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অলস সময় কাটাচ্ছে জেলেরা। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে সাগরে থাকা মাছ ধরার ফিশিং বোটগুলো সমুদ্রের তীরে ফিরে আসতে নির্দেশ দেয়। ঘূর্ণিঝড় ‘মোরা’র পরবর্তীতে আবারও ধমকা বাতাস বইলে মাছ ধরার ফিশিং ট্রলার আবারও অনিশ্চিয়তার মুখে পড়ে। গত কয়েকদিন আগে ভারী বর্ষণের কারণে ব্যাপক বন্যার হওয়ায় সাগর উত্তাল থাকার কারণে আবারও বাধার মুখে পড়ার কারণে সাগরে যেতে পারছে না জেলেরা। যার কারণে কক্সবাজারের জেলেরা একরকম অলস সময় কাটাচ্ছে।
শহরের সমিতি পাড়া এলাকার অনেক জেলে জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে না পারাই অনেকটাই অলস সয়য় কাটাচ্ছে জেলেরা। তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ থাকায় জীবনযাপন খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তাদের বেঁচে থাকার জন্য দু’মুটো ভাত জোগাড় করাও অসম্ভব হয়ে পড়বে।
ওই এলাকার মোঃ আমিন জানান, একটানা বৃষ্টি কারণে গত ২০ দিন ধরে মাছ ধরতে সাগরে যেতে পারছি না। তাই আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছি। আয়ের উৎস বন্ধ থাকায় ছেলেমেয়েদের ঠিকমত খাবারও দিতে পারছি না।
মাঝিরঘাট এলাকার জেলে মোঃ নাছির জানায়, এই অবস্থায় পারিবারিক খরচ ও ছেলেমেয়েদের লেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আমরা জেলেরা সাগরে গিয়ে মাছের চাহিদা মেটায়। অথচ এই চরম দিনে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি।
ফিশিং বোটের মালিক সুলতান কোম্পানি জানায়, এই অবস্থায় মাছ ধরা অনেক ঝুঁকি। তাদের দাবি সরকারি ও বেসরকারি উদ্যোগে যদি কোন আর্থিক সহযোগিতা করা হয় তাহলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।