৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাগরে ভাসমান অভিবাসীদের আশ্রয় দেবে ফিলিপাইন

Migrants1432038287
 বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াগামী যেসব অবৈধ অভিবাসী সাগরে ভাসছেন, তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।

 

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার পর এ কথা জানা গেছে। তবে ফিলিপাইন কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি এখনো।

 

বাংলাদেশ ও মিয়ানমারের চরম দারিদ্র্যপীড়িত কয়েক হাজার আশ্রয়প্রত্যাশী ভাগ্যের অন্বেষণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যেকোনো একটি দেশে সাগরপথে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ৮ হাজার অভিবাসীকে ফিরিয়ে দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তারা এখন সাগরে ভাসছেন।

 

জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী ফিলিপাইন ভাসমান এই ৮ হাজার অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা বলেছে।

 

প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকিউনোর একজন মুখপাত্র হারমিনিয়ো কলোমা বলেছেন, সাগরে ভাসমান মানুষ’ এবং ভিয়েতনামিদের জন্য মানবিক সহায়তা বাড়িয়েছে ফিলিপাইন। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

হারমিনিয়ো কলোমা অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন, ইঞ্জিনচালিত নড়বড়ে নৌকায় যেসব অভিবাসী আন্দামান সাগরে ভাসছে, তাদের জন্য ফিলিপাইনে পৌঁছানো খুবই কঠিন হবে। নৌকার জ্বালানি ও অভিবাসীদের খাবারের প্রকট অভাব রয়েছে।

 

তার পরও সাগরে ভাসতে থাকা নিরুপায় অভিবাসীদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে আশার সঞ্চার করবে। তবে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছাবে কীভাবে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

 

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান অনলাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।