১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

সাগরে ভাসমান অভিবাসীদের আশ্রয় দেবে ফিলিপাইন

Migrants1432038287
 বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াগামী যেসব অবৈধ অভিবাসী সাগরে ভাসছেন, তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।

 

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার পর এ কথা জানা গেছে। তবে ফিলিপাইন কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি এখনো।

 

বাংলাদেশ ও মিয়ানমারের চরম দারিদ্র্যপীড়িত কয়েক হাজার আশ্রয়প্রত্যাশী ভাগ্যের অন্বেষণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যেকোনো একটি দেশে সাগরপথে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ৮ হাজার অভিবাসীকে ফিরিয়ে দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তারা এখন সাগরে ভাসছেন।

 

জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী ফিলিপাইন ভাসমান এই ৮ হাজার অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা বলেছে।

 

প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকিউনোর একজন মুখপাত্র হারমিনিয়ো কলোমা বলেছেন, সাগরে ভাসমান মানুষ’ এবং ভিয়েতনামিদের জন্য মানবিক সহায়তা বাড়িয়েছে ফিলিপাইন। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

হারমিনিয়ো কলোমা অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন, ইঞ্জিনচালিত নড়বড়ে নৌকায় যেসব অভিবাসী আন্দামান সাগরে ভাসছে, তাদের জন্য ফিলিপাইনে পৌঁছানো খুবই কঠিন হবে। নৌকার জ্বালানি ও অভিবাসীদের খাবারের প্রকট অভাব রয়েছে।

 

তার পরও সাগরে ভাসতে থাকা নিরুপায় অভিবাসীদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে আশার সঞ্চার করবে। তবে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছাবে কীভাবে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

 

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান অনলাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।