২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

সরকারের তল্পিবাহক সাংবাদিক চাই না: তথ্যমন্ত্রী

ino
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আবুল ফজল একজন সাহিত্যিক ছিলেন। উনি বলেছিলেন, পোষা বাঘ যেমন বাঘ না, তেমনি পোষা শিল্পীও শিল্পী না। তার কথার সুর ধরেই আমি বলবো- পোষা বাঘ যেমন বাঘ না, পোষা সাংবাদিকও তেমন সাংবাদিক না। আমরা সরকারের তল্পিবাহক সাংবাদিক চাই না আবার জঙ্গির উকিলও চাই না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সাপ্তাহিক পত্রিকা পরিষদের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এইখানে একটা ভাব মনে হলো যে আপনারা সরকারের পক্ষ। আমার খুব খারাপ লাগলো। গণমাধ্যমের কর্মীর কোনো পক্ষ নাই।আমরা পোষ মানা সাংবাদিক চাই না। শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা সমালোচনা সহিষ্ণু সরকার। প্রাণভরে সমালোচনা করুন, কোনো সমস্যা নাই। আপনারা সমালোচনা মুখর হবেন, সরকারের তল্পিবাহক হবেন না। কিন্তু জঙ্গি ও জঙ্গি সঙ্গী এবং তাদের পৃষ্ঠপোষকদের পক্ষে উকিলও হবেন না। আমি সরকারের তল্পিবাহক চাই না, জঙ্গির উকিলও চাই না।’
তিনি বলেন, ‘যত ভাল ও বেশি সমালোচনা করবেন, শেখ হাসিনা সরকার আরো দীর্ঘজীবী হবে। আমরা শুধরাবো, সুতরাং আমাদের হারাতে পারবে না। আমরা যুগযুগ ক্ষমতায় থাকবো। সমালোচনা না করে সবই তল্পিবাহক হয়ে গেলে তো অসুবিধা। তখন আমরা ভুলগুলো দেখতে পাবো না। ভুল দেখতে না পেলে তো বিপদ হবে। সেজন্য গণমাধ্যম কর্মীদের আমাদের (সরকার) কঠোর সমালোচনা করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর ওয়াস্তে তল্পিবাহক হবেন না। আমরা সরকারের দালাল চাই না। দালাল জিনিসটাই খারাপ।’
সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় প্রেস ক্লাব বনেদি জায়গা। এর কর্তৃত্ব আমাদের নাই। প্রেস ক্লাব কাকে সদস্য করবে বা করবে না তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে তদবির করা খুব কঠিন কাজ। কর্তৃপক্ষের কাছে আপনারা ধর্ণা দিন, বহু রাজাকারও যেখানে মেম্বর আছে আপনারা কেন হবেন না।’
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি, স্মাগলার, মাস্তানরা গণমাধ্যমের হুমকি। সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো ঝুঁকি নাই। জঙ্গিরা সরকারকেও আক্রমণ করছে। সুতরাং গণমাধ্যম ও সরকার একপক্ষ। জঙ্গিরা আমাদের উভয়ের শত্রু। ’
সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোর্শেদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এমএ মোতালিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।