১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের কথা বলে আজকের কক্সবাজার


‘গেলো পাঁচ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সততা, বস্তুনিষ্ঠতা ও দুঃখী মানুষের অব্যক্ত কথা তুলে ধরে পাঠকের গ্রহণ যোগ্যতা অর্জন করেছে দৈনিক আজকের কক্সবাজার। পত্রিকাটি সবসময় অনুসন্ধানমূলক সংবাদের পাশাপাশি কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা পাঠকের কাছে তুলে ধরেছে। একসাথে এতো সব গুণের সমন্বয়ের দায়িত্ব নিয়ে এ পত্রিকা পাঁচটি বছর অতিক্রম করেছে, যে ধারাবাহিকতা বজায় থাকলে দৈনিক আজকের কক্সবাজার এতোদাঞ্চলের ইতিহাস হয়ে থাকবে’।
মঙ্গলবার ৭ মার্চ সন্ধ্যায় হোটেল সৈকত সংলগ্ন পত্রিকা প্রাঙ্গনে দৈনিক আজকের কক্সবাজারের পঞ্চম বর্ষপুর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। তাঁরা আশা ব্যক্ত করে আরও বলেন, দৈনিক আজকের কক্সবাজার গণমানুষের পত্রিকা হিসেবে চিরঞ্জিব থাকবে। সরকারের ধারাবাহিক উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিয়ে পত্রিকাটি দেশের জন্য অবদান রেখে চলেছেন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আহসান সুমনের প্রাণবন্ত পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি নজিবুল ইসলাম ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
আলোচনা সভা শেষে কেক কেটে বর্ষপুর্তি উদযাপন করা হয়। এরপর বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ পত্রিকার জন্মদিনে সম্পাদক মুজিবুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।