৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সবার দৃষ্টি বিএনপির পাঁচে


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে বিএনপির প্রস্তাবে কোন পাঁচজনের নাম থাকছে? আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মুখে মুখে এ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে।

আজ মঙ্গলবার বিএনপি নেতাদের মন্ত্রিপরিষদ সচিবালয়ে নামের তালিকা জমা দেয়ার কথা রয়েছে। সকাল ১১টায় নাম জমা দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ( বেলা ১১টা ৫৫) তারা এসে পৌঁছাননি। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা সকাল থেকে সচিবালয়ে অপেক্ষা করছেন।

মন্ত্রী পরিষদ সচিবালয় সূত্রে জানা গেছে আজ সকাল ১১টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত নাম জমা দেয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকে জামায়াতে ইসলামি, এলডিপি, ন্যাপ (মোজাফফর), খেলাফত মজলিস ও ইসলামি ফ্রন্ট তাদের নামের তালিকা জমা দিয়েছে।

জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে যে ৩১টি দল দেখা করেছিল তাদের কাছ থেকে নামের প্রস্তাব নিয়ে সার্চ কমিটি আলাপ আলোচনা করে সংক্ষিপ্ত নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। সেখান থেকেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পূর্ববর্তী ও পরবর্তী সকল নির্বাচন পরিচালিত হবে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে। পাঁচজনের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।