৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সজল- কাজল সুবর্ণ’র ঈদ নাটক কক্সবাজারে

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও জনপ্রিয় অভিনেত্রী কাজল সুবর্ণ ঈদ নাটক নিয়ে জুটি বেঁধেছে পর্যটন নগরী কক্সবাজারে।

প্রতি উৎসবে নতুন রুপে নতুন সাজে এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আসছেন ছোট পর্দায়। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে তার নতুন নাটক ‘তোমাকেই খুজছি’ আসছে ছোটপর্দায়। এতে তার বিপরীতে আছেন এই সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কাজল সুবর্ণ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খাঁন।

নাটকের এক অসাধারনন চরিত্রে দেখা যাবে,সজল একজন ফোর পাস ছেলে যে সবসময় লুঙ্গী পড়ে ঘুড়ে বেড়ায়। তার বাবা একজন গ্রামের প্রভাবশালী ব্যক্তি। একটা সময় সজল বিয়ে জন্য মেয়ে খুজতে বের হয়।

নির্মাতা মোহন খাঁন বলেন,এটা একটা কমেডি ধাঁচের নাটক যেখানে সজল একটা ফোর পাস ছেলে যে পুরো নাটকে লুঙ্গী পড়ে থাকে।আর মূল কথা হলো আমি এই টাপের গল্প নিয়ে আগে কাজ করা হয়নি।এবারই প্রথম একটা আদালা গল্প নিয়ে কাজ করছি। আশা করি দর্শক নাটকটি সাদরে গ্রহণ করবেন।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন,আমার চরিএ নাম থাকছে সজল আর এই নাটকটার গল্পটা একটু ডিফেন্ড আর ক্যারিয়ার প্রথম এমন গল্পে কাজ করছি। আমি এখানে গ্রামের একটা অশিক্ষিত ছেলে চরিএে অভিনয় করছি।এই নাটক আমাকে ভিন্ন ভাবে দেখবে সবাই। আশা করি দর্শকের ভালো লাগবে। সজল ও কাজল সুবর্ণ ছাড়াও অভিনয় করেছেন অহনা।

এই ছোট গল্প নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে।আসছে ঈদে নাটকটি বেসরকারি চ্যানেলে বাংলাভিশনে প্রচারিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।