শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্দ্যেগে বিশাল জঙ্গীবাদ বিরোধী সমাবেশ আজ বিকাল ৩ টায় শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান খান এমপি।
বক্তব্য রাখবেন স্থানীয় সকল সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী জেলার সকল শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।
উক্ত সমাবেশ সফল করতে জেলার সকল সিবিএ ও শ্রমিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জেলা শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক চার চার নির্বাচিত সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, সদস্য সচিব শ্রমিক নেতা গিয়াস উদ্দিন আহমদ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।