১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শ্রম সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে আলোচনা আজ

সুইজারল্যান্ডের জেনেভায় ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) বাংলাদেশ বিষয়ক আলোচনা আজ বুধবার অনুষ্ঠিত হবে।

এতে শ্রম অধিকার সংরক্ষণ ও আইএলও কনভেনশন বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়ন ও শ্রম অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরতে পারেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বাংলাদেশের ৩৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

জেনেভায় আন্তর্জাতিক এ শ্রম সম্মেলনটি (আইএলসি) শুরু হয়েছে চলতি মাসের ৪ জুন, চলবে ১৬ জুন পর্যন্ত।

সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০১৭-২০২০ সালের গভর্নিং বডির নির্বাচনে বাংলাদেশ ডেপুটি মেম্বার পদে পুনর্নির্বাচিত হয়েছে। প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, সোমবার জেনেভায় ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।