
১১ মামলায় আদালতে হাজির হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এমন আদেশ দেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরার দিন ধার্য ছিল বেগম খালেদা জিয়ার।
তবে অসুস্থতাজনিত কারণে খালেদা আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
আদালত শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে হাজিরার জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন।
বিচারক আদেশে বলেন, সেদিন যদি খালেদা জিয়া হাজির না হন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আর কোনো সময় দেয়া হবে না। বিশেষ বিবেচনায় এবারের মতো তার সময়ের আবেদন মঞ্জুর করা হলো।
১১ মামলার মধ্যে দারুস সালাম থানার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এছাড়া যাত্রাবাড়ীর আরেকটি হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নেয়ারও দিন ধার্য ছিল আজ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।