২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া খুটাখালী আওয়ামীলীগের কর্মীসভায়-রেজাউল করিম

শেখ হাসিনার সুমান নষ্ট করতেই রোহিঙ্গাদের দেখতে আসছে খালেদা জিয়া!

চকরিয়া খুটাখালী আওয়ামীলীগের কর্মীসভায় বক্তব্য দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন- রোহিঙ্গা সমস্যা সমাধানে জননেত্রী শেখ হাসিনার কুটনৈতিক প্রচেষ্টা যখন গোঠা বিশ্বে প্রশংসিত, যখন রাখাইনে গ্রামের পর গ্রাম পুড়ে চারখার হয়ে সেখানকার মানুষ বাংলাদেশে প্রাণ ভয়ে ছুটে এসেছে। ঠিক সেই সময়ে বিদেশে বসে তামাশা দেখা আর সমস্যা যখন আস্তে আস্তে সমধানের পথে, তখন দেশে এসে জননেত্রী শেখ হাসিনার সুনাম নষ্টের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজারে আসছেন। তাদের এই ধরণের রাজনীতির নোংরা খেলা জনগণ বুঝে ফেলেছে। বেগম জিয়া শত চেষ্টা করেও জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরাতে পারবেনা। রেজাউল করিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া আসানে যাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিতে আসতে পারে, তজ্জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার বিকালে উপজেলার খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মেধা কচ্ছপিয়ায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম একথা বলেন। আওয়ামীলীগ নেতা জাফর আলম এ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অ-বিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ডাঃ ফরিদুল হক, ডাঃ আজিজুল মান্নান, খালেদ মোর্শেদ হিরু, মুজিবুল হক, মনসুর আলম, গিয়াস উদ্দিন, সাইফুর রহমান, মঞ্জুর আলম, মাঈনুল হাসান মুরাদ, রবিউল ইসলাম, ছাত্রনেতা আনোয়ারুল আজিম,, আব্দুর রশিদ, রিয়াজ উদ্দিন বাপ্পঈ, ইমরান, ইনতিসার মোঃ রাব্বী, কাইসারুল হক বাবুল, মোঃ আনাস, কামাল উদ্দিন, আরিফ, ইমরানুল মুর্তজা, মোঃ মোর্শেদ, তাহমিম শওকত প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।