২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

সুরাজপুর-মানিকপুরে বিদ্যুৎ সংযোগকালে-উপজেলা চেয়ারম্যান জাফর আলম

শেখ হাসিনার অন্যতম সাফল্য, বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুরে বিদ্যুতের সংযোগ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন-বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্র পরিচালনায় সফলতার অন্যতম দৃষ্টান্ত হলো- বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া। অতীতে বিএনপি জামাত জোট সরকারের সময় কেবলমাত্র খাম্বা পুতা সম্ভব হলেও এলাকায় জনগনের মাঝে বিদ্যুৎ সেবা দিতে পারেনি। তাঁরা খাম্বা পুতেঁ জনগনের সাথে তামাশা করেছে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে যাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিততে পারে, তাঁরজন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ২২ অক্টোবর সকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর্রে স্থানীয় জনসাধারণের বিদ্যুৎ সংযোগ পার্বত্য লামা হতে চকরিয়া পি.ডি.বি’র কাছে হস্তান্তর কাজ পরিদর্শণ শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে একথা বলেন।
চকরিয়া বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলো বলেন, গ্রাহক সেবার মান অধিকতর উন্নতি কল্পে বর্তমান লামা পি.ডি.বি. কেন্দ্র হতে চকরিয়ায় হস্তান্তর করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আযাদ, আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলো, মিটার পরিদর্শক আমীর হোসেন, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান, অ-বিভক্ত কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাছির উদ্দিন, চকরিয়া পি.ডি.বি’র বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।