২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ফাসিয়াখালীতে শ্রমিকলীগের সম্মেলনে-গিয়াস উদ্দিন চৌ:

শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে শ্রমিকলীগকে তৃনমুলে কাজ করতে হবে

ফাসিয়াখালী ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সম্মেলনে গিয়াস উদ্দিন চৌধুরীসহ অতিথিবৃন্দ, নীচে কমিটির নির্বাচিত কর্মকর্তাবৃন্দ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল গত ২৯ সেপ্টেম্বর বিকালে খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন।

সাহাব উদ্দিনের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সাবেক কামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, মুবিনুল হক, সাজ্জাদুর রহমান, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, শ্রমিকলীগ নেতা ও কাকারা মাঝেরফাড়ি সড়ক শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম ইমন।

উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মাহমুদুল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, আইন সম্পাদক মো.ইব্রাহিম মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নুরুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল করিম সাক্তার, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মনছুর আলম, ফরিদুল আলম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রনেতা হাসনাত মো.রুবেল। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী এবং উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিনসহ অতিথিদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ৮নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে মো.সামশুল আলমকে সভাপতি, মোহাম্মদ বাহারুনকে সিনিয়র সহ-সভাপতি, আবদুল হামিদ ও শহিদুল ইসলামকে সহ-সভাপতি, আজিজল হককে সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিন ও আবদুল মুবিনকে সহ-সম্পাদক এবং গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে কমিটি অনুমোদন দেয়া হয়।

শ্রমিকলীগের সম্মেলনে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। আমরা চাই এবার চকরিয়া-পেকুয়ার আসনটি বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে। তাই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে দেশরত্ম শেখ হাসিাকে আবারও ক্ষমতায় আনতে হলে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মীকে তৃনমুলে সংগঠনের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, শুধু নেতা হয়ে বসে থাকলে হবেনা, দলের জন্য সংগঠনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।