২১ ডিসেম্বর, ২০২৫ | ৬ পৌষ, ১৪৩২ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

শেখ হাসিনা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবচাইতে ঝুঁকিপূর্ণ ও দুঃখী মানুষ বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপি’র কোনও সভায় বোমা হামলা হয়না। আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়, বিএনপি’র কোনও নেতাকে হত্যা করা হয়না। সেজন্য দুঃখ কষ্ট যার বেশি আল্লাহর রহমতও তার ওপর বেশি।’

আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার বিকেলে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী দলের নেতা কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘রাজনীতি করতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে হবে। কারণ রাজনীতি হচ্ছে সমঝোতার শিল্প। আমরা যারা সংগঠন করি আমাদের কাজ হচ্ছে বহুমাত্রিক। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে নেতা এবং কর্মীর মধ্যে সেতুবন্ধন তৈরি করা। প্রত্যেক সভাকে আত্মীয়তার সভা হিসেবে রুপান্তর করতে হবে।’

এ সময় তিনি শেখ হাসিনাকে সফল রাষ্ট্র নায়ক ও বিশ্ব নেত্রী আখ্যা দিয়ে নেতাকর্মীদের তার সান্নিধ্যে পথ চলার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান।

লক্ষ্মীপুরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক এক এম সালাহ উদ্দিন টিপু, এ কে এম শাহজান কামাল এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের যগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।