৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কক্সবাজারে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা

শেখ হাসিনা এসেছিলেন বলেই ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল

নিজস্ব প্রতিনিধি:
১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছে; তিনি এসেছিলেন বলেই দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে বহু মেগা প্রকল্প দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
বুধবার সকাল ১১টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তারা এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের অভ্যন্তরীণ হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে এখন বিশ্বের বুকে এক নতুন বাংলাদেশের আওয়াজ পৌঁছে দিয়েছেন। তাঁর হাত ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে মহিমান্বিত হয়েছে বাঙালি জাতি, ‘তলাবিহীন ঝুড়ি’র ইমেজ থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন। স্বীয় সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের গুণে বিশ্বের বুকে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে এখন তার পরিচিতি। এই পথপরিক্রমা ধরে রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সে ক্ষেত্রে কক্সবাজার পৌরসভা নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের অনুরোধ জানান নেতৃবৃন্দ।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি আশেক উল্লাহ রফিক, মাহবুব উল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট তাপস রক্ষিত, এটিএম জিয়াউদ্দিন জিয়া, মোহাম্মদ নজিবুল ইসলাম, মাহমুদুল করিম মাদু প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।